
স্টাফ রির্পোটার: শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়,নেত্রকোণা সরকারী মেডিকেল কলেজ সহ নেত্রকোণার সার্বিক উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মঈনউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রফিক উল্লাহ খান, নেত্রকোণা মেডিকেল কলেজের অধ্যক্ষ একেএম সাদিকুল আজম, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়,পুলিশ সুপার জয়দেব চৌধুরী,সিভিল সার্জন মোঃ তাজুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি মতিয়র রহমান খান, সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরু, জেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক নূর খান মিঠু, নেত্রকোণা সদর উপজেলা চেয়ারম্যান এসএম কামরুল হাসান শাহীন, দুর্পাপুর উপজেলা পুরষদ চেয়ারম্যান এমদাদ খান, নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আক্তারুজ্জামান,দৈনিক বাংলার নেত্র পত্রিকার সম্পাদক কামাল হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি ফয়জুর মুর্শেদ অমি সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ,স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ,স্থানীয় সাংবাদিকবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও মেডিকেল কলেজের অধ্যক্ষ সর্বশেষ কার্যক্রম তুলে ধরেন। এসময় উপস্থিত সকলে নেত্রকোণার বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের আলোচনা করেন।