
মদন প্রতিনিধি: নেত্রকোণার মদনের পল্লীতে মাথা বিহীন অদ্ভুত এক ছেলে শিশুর জন্ম হয়েছে। শিশুটিকে এক নজর দেখার জন্য এলাকার উৎসুখ জনতা ভিড় জমাচ্ছে।
সোমবার সকালে মদন উপজেলার দক্ষিণপাড়া গ্রামে নাজমূল হক সোহেলের শ্বশুরালয়ে স্ত্রী মিশু আক্তারের গর্ভ থেকে স্বাভাবিক ভাবে (প্রথম সন্তান) এ অদ্ভুদ শিশুটি ভূমিষ্ট হয়।
সরজমিনে তাদের বাড়িতে গেলে মাথা বিহীন এ শিশুটির হাত পা নাড়াতে দেখা যায়। এ শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরার্মশ দিলে অভিভাবক অসম্মতি জানান। এ সময় শিশুটির বাবা নাজমূল হক সোহেল বলেন, শিশুটির মাথা নেই। তাকে খাওয়ালে বা হাসপাতালে নিলে কি হবে ? জানি না আল্লার কাছে কি পাপ করেছি এমন সন্তান কেন আমায় দিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটি জীবিত রয়েছে।