
পূর্বধলা প্রতিনিধি: বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডসহ নেত্রকোণার পূর্বধলা উপজেলার গত দশ বছরের বাস্তবায়িত উন্নয়ন কর্মকান্ডকে জনগণের কাছে তুলে ধরতে শনিবার গণসংযোগ করেছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল (বীর প্রতিক)। এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রায় দুই হাজার মোটর সাইকেল নিয়ে মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটির নেতৃত্ব দেন পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল (বীর প্রতিক)।
পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বাজারের চৌরাস্তা থেকে মোটরসাইকেল শোভাযাত্রাটি বের হয়ে পূর্বধলা উপজেলা সদর পর্যন্ত ১৫ কিলোমিটার দীর্ঘ সড়কে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এ সময় সড়কের দু’পাশে লোকজন দাঁড়িয়ে সংসদ সদস্যকে শুভেচ্ছা জানান।