পূর্বধলায় এমপি’র উদ্যোগে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

পূর্বধলা প্রতিনিধি: তৃণমূল পর্যায়ে কাজের গতি বাড়াতে নেত্রকোণার পূর্বধলায় গ্রাম পুলিশদের মাঝে শতাধিক বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল (বীর প্রতিক) এর উদ্যোগে ও তাঁর নিজস্ব অর্থায়নে পূর্বধলা উপজেলার একশত গ্রাম পুলিশদের মাঝে আনুষ্ঠানিকভাবে ১শ’ বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে জেলা পরিষদ অডিটরিয়াম পূর্বধলায় এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার নমিতা দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল (বীর প্রতিক)।
বিশেষ অতিথি ছিলেন নেত্রকোণা জেলা প্রশাসক মঈন-উল ইসলাম, পুলিশ সুপার জয়দেব চৌধুরী।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ইমাম হাসান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিআরডিবি’র চেয়ারম্যান মোতাহার হোসেন বকুল,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেগম লুৎফা ,গ্রাম পুলিশ আব্দুল করিম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা জানান মাদক ও জঙ্গিবাদ দমনে এ ধরণের উদ্যোগ গ্রাম পুলিশদের কাজের গতি বাড়িয়ে আইনশৃংখলা রক্ষায় কাজে আসবে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।