নেত্রকোণা আদর্শ শিশু বিদ্যালয়ে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রির্পোটার: “ক্রীড়াা ও সংস্কৃতি শিক্ষার অবিচ্ছেদ্য অংশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শনিবার নেত্রকোণা আদর্শ শিশু বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সকালে বিদ্যালয় প্রাঙ্গণ বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ মাজহারুল ইসলামের সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক লিটন পন্ডিতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা প্রশাসক ও আদর্শ শিশু বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মঈনউল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী, নেত্রকোণা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মতিয়র রহমান খান, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ও চেম্বার অফ কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ, জেলা কৃষক লীগের সভাপতি কেশব রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও জেলা আওয়ামী লীগের সদস্য ডা. দীপায়ন সরকার দীপ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ ও সফলতার কথা তুলে ধরে বক্তব্য রাখেন।এর আগে আদর্শ শিশু বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র দীপায়ন সরকার দ্বীপের ব্যবস্থাপনায় প্রতিষ্ঠিত একটি খেলাধুলার উপকরণ সমৃদ্ধ “শিশু বিনোদন কর্নার” উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মঈনউল ইসলাম।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।