
বিশেষ প্রতিনিধি : নেত্রকোণা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের মৌজে বালি গ্রামের একটি ধানক্ষেত থেকে শুক্রবার সকালে মামুন মিয়া (30) নামে এক চা বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার সকাল আটটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। মামুন একই গ্রামের মৃত মমতাজ উদ্দিন (ছোট্ট আবু) এর ছেলে।
পুলিশ আরো জানায়, মামুন মিয়া বালি বাজারে চা বিক্রি করতেন। বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথেতিনি নিখোঁজ হন। পরে শুক্রবার সকালে স্থানীয়রা ধানক্ষেতে তার মরদেহ দেখে পুলিশকে জানালে পুলিশ মরদেহটি উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নেত্রকোণা মডেল থানার ওসি তদন্ত উত্তম কুমার রায় জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে । জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করা হয়েছে বলেও জানান ।