গৌরিপুরে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি ভিপি বাবুল

ময়মনসিংহ,অফিস:  ময়মনসিংহের গৌরিপুরে বর্তমান সাংসদ মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদকে বাদ দিয়ে, আওয়ামী লীগের নতুন প্রার্থী ভিপি বাবুলকে মনোনয়ন দেবার দাবি জানিয়ে কৃষকলীগের র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 বৃহস্পতিবার বিকালে কৃষকলীগের উদ্যোগে গৌরিপুর থানার সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হারুন পার্কে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।  এতে বক্তৃতা করেন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ-৩ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি ভিপি বাবুলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা অভিযোগ করে বলেন, বর্তমান সাংসদ নাজিম উদ্দিন গৌরিপুরবাসীর জন্য কিছুই করতে পারেনি। তৃণমূলের মানুষ তাকে আর সামনের বার চায় না। তাই এ আসন থেকে দলীয় প্রতীকে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেবার দাবি জানানো হয়।

 সমাবেশে বর্তমান সরকারের রুপকল্প ২০২১ ভিশন বাস্তবায়নের কথা তুলে ধরেন নেতারা।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।