
কলমাকান্দা প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দা ডিগ্রি কলেজকে সরকারি করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বের করা হয়েছে ।
বৃহস্পতিবার কলেজ কর্তৃপক্ষের এ আয়োজনের পর স্থানীয় এমপি ছবি বিশ্বাসকে সংবর্ধনা দেয়া হয়েছে। পরে কলেজ প্রাঙ্গণে অধ্যক্ষ সুকুমার বণিকের সভাপতিত্বে প্রধান অতিথি স্থানীয় এমপি তার বক্তব্যে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন শেখ হাসিনা সরকারের যে উন্নয়ন করেছে তা ধরে রাখতে হবে। এরজন্য পুনরায় একাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি চন্দন বিশ্বাস,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আজাদ, উপাধ্যক্ষ মোজাম্মেল হক, উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি মো. মঞ্জুরুল হক তারা ,ওসি মো. মাজহারুল করিম,সাবেক কমান্ডার সুলতান গিয়াস উদ্দিন, জেলা পরিষদের সদস্য ইদ্রিস আলী তালুকদার, মিনারা খাতুন,প্রেসক্লাব সভাপতি রাজ্জাক আহম্মেদ রাজু,প্রভাষক গোলাম কিবরিয়া স্বপন,প্রভাষক প্রণয় কুমার তালুকদার, ও মিজানুর রহমান সেলিম,পলাশ কান্তি বিশ্বাস প্রমূখ।