
আটপাড়া প্রতিনিধি: নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলায় আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ এর আহ্বায়ক কমিটি গত ১২ সেপ্টেম্বর জেলা কমিটি অনুমোদন দিয়েছেন। কমিটিতে মো: সফিউল আলম (সোনালী) আহ্বায়ক ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো: আসাদুজ্জামান খান সোহাগকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করা হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মো: খায়রুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো: ফেরদৌস রানা আনজু নব গঠিত মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ এর কমিটিকে অভিনন্দন ও সাধুবাদ জানান।