নাটোরে সড়ক দূর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ

নাটোর প্রতিনিধি: ‘সচেতনতাই হোক নিরাপদ সড়কের মূল হাতিয়ার’ এই শ্লোগান নিয়ে সড়ক দূর্ঘটনা রোধে নাটোরে পেশাজীবী গাড়ি চালকদের নিয়ে সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। নাটোর জেলা প্রশাসন, বিআরটিএ এবং বাস-মিনিবাস মালিক সমিতির যৌথ আয়োজনে প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শাহিনা খাতুন। এতে বাস-মিনিবাস মালিক, সমিতির নেতা, চালক, চালকের সহকারী, বিআরটিএ কর্মকর্তা, পুলিশ কর্মকর্তাগণ এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় গাড়ী চালক, চালকের সহকারী এবং মালিকদের নিরাপদ সড়কের চিহ্নগুলো নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন নাটোর বিআরটিএর সহকারী পরিচালক সাইদুর রহমান। পরে নিরাপদ সড়ক নিশ্চিত করতে যাত্রী, চালক, পথচারী, মালিক প্রত্যেকের করণীয় সর্ম্পকে বক্তব্য দেন এবং তা মেনে চলার আহবান জানান জেলা প্রশাসক শাহিনা খাতুন। এসময় আরও বক্তব্য রাখেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক ড. রাজ্জাকুল ইসলাম, ট্রাফিক পুলিশের পরিদর্শক বিকর্ণ দাসসহ অন্যান্যরা।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।