
কলমাকান্দা প্রতিনিধি: নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলা পরিষদ হলরুমে বুধবার উন্নয়ন সংস্থা পপি (সীডস) প্রকল্পের উদ্যোগে ও আনন্তর্জাতিক দাতা সংস্থা স্ট্রম ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, জনপ্রতিনিধি,সরকারি কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে দিনব্যাপী “দুর্নীতি প্রতিরোধ বিষয়ক করনীয়” কর্মশালা সমাপ্ত হয়েছে। দুর্নীতি প্রতিরোধ কমিটির কর্মকর্তা চার্লস নকরেকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চেয়ারম্যান, কলমাকান্দা উপজেলা পরিষদ, শাহ্ মো. ফখরুল ইসলাম ফিরোজ। বিশেষ অতিথি ছিলেন, পপি’র শিক্ষা বিষয়ক প্রোগ্রাম অফিসার তিতুমীর ম্রং ও উপজেলা শিক্ষা অফিসার মনিরুল ইসলাম। বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান তাহেরা আক্তার, ওবায়দুল হক, পপি’র উপজেলা সমন্বয়কারী তৌহিদুল ইসলাম, সাংবাদিক জাফর উল্লাহ ও প্রেস ক্লাব সম্পাদক মো. ফখরুল আলম খসরু প্রমুখ।