মৎস্য গবেষণা ইনস্টিটিউটে কেন্দ্র-উপকেন্দ্র স্থাপনসহ জনবল বৃদ্ধির সুপারিশ

দেলোয়ার হোসেন ময়মনসিংহ থেকে : দেশে মৎস্য গবেষণার ক্ষেত্র ও পরিধি বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রস্তাবিত চারটি কেন্দ্র ও ছয়টি উপকেন্দ্র স্থাপনসহ প্রয়োহনীয় জনবল বৃদ্ধির সুপারিশ করেছে দশম জাতীয় সংসদের মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বুধবার দুপুরে ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষনা ইনস্টিটিউটের (বিএফআরআই) সদর দপ্তরের সম্মেলন কক্ষে কমিটির ২৯তম সভায় এসব সুপারিশ করা হয়। মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মীর শওকত আলী বাদশা এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ উপস্থিত ছিলেন। সভায় মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট মুহাম্মদ আলতাব আলী এমপি, বেগম শামছুন নাহার এমপি, ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু এমপি, সচিব ওইছউল আলম মন্ডল, মৎস অধিদপ্তরের মহাপরিচালক, বিএফডিসির চেয়ারম্যান ও প্রাণি সম্পদ অধিদপ্তরের চেয়ারম্যানসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, সংসদ সচিবালয়ের কর্মকর্তা, মন্ত্রণালয়ের আওতাধীন সকল সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন। সভায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সার্বিক কার্যক্রম তুলে ধরেন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ।
এছাড়া দেশের মৎস্য সম্পদ উন্নয়নে জাতীয় চাহিদা নিরিখে গবেষনা পরিচালনা ও প্রযুক্তি উদ্ভাবন এবং গবেষনালব্ধ প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে দেশের মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আমিষের চাহিদা পূরণ, গ্রামীন জনগোষ্ঠীর কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিসহ রপ্তানি আয় বৃদ্ধি করা। বৈঠক শেষে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ ও মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মীর শওকত আলী বাদশা সাংবাদিকদের বলেন, বিএফআরআই এর বিজ্ঞানীদের গবেষনা ও এখানকার মাঠ পর্যায়ের কর্মকর্তাদের তদারকিতে মৎস্য সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে এবং দেশে মৎস্য বিপ্লবে অবদান রাখছে।
সভায় সরকারের উন্নয়ন দর্শন ও এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের নিমিত্ত ২০১২-২০১৪ অর্থবছরকে ভিত্তিবছর ধরে ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় (২০১৬-২০২০) ম’স্য সেক্টরে অর্জিতব্য লক্ষ্য নির্ধারন করা এবং নির্ধারিত লক্ষ্যসমুহ অর্জনে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের সুপারিশ করা হয়।
এরআগে সংসদীয় স্থায়ী কমিটির সদস্যগণ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মুক্তচাষ প্রকল্পসহ গবেষণা ক্ষেত্রসমূহ পরিদর্শন করেন। এসময় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. খলিলুর রহমানসহ উর্ধ্বতন বিজ্ঞানীগণ উপস্থিত ছিলেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।