নেত্রকোণায় সপ্তাহব্যপী বৃক্ষ মেলা শুরু

 বিশেষ প্রতিনিধি: নেত্রকোণায়  সপ্তাহব্যপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। 

শুক্রবার সকালে শহরের মোক্তারপাড়া এলাকায় পুরাতন কালেক্টরাল প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা প্রশাসন যৌথভাবে এই মেলার আয়োজন করে। এতে বিভিন্ন ধরনের চারাগাছ ছাড়াও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ৪০টির মতো স্টল বসানো হয়। সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কাযালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়কগুলো ঘুরে মোক্তারপাড়া এলাকায় পুরাতন কালেক্টরাল প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মুহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এসএম আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সর্কেল) মোহাম্মদ ফকরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক নুর খান, জেলা কৃষক লীগের সভাপতি কেশব রঞ্জন সরকার, জেলা রেডক্রিসেন্টের সাধারণ সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন, সহকারী বনরক্ষণ কর্মকর্তা এইচজি মোস্তফা প্রমুখ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।