
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণার দূর্গাপুরে কৃষক সবুজ মিয়োকে হত্যার দায়ে ৭ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সেই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে আরো তিনমাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২ টায় জনাকীর্ণ আদালতে আসামীদের উপস্থিতিতে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় প্রদান করেন। একই মামলায় আরো ৮ জনকে বেখসুর খালাস দেয়া হয়েছে।
দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, রফিকুল ইসলাম, আসাদ মিয়া, তাজুল ইসলাম, আব্দুল আজিজ, বজলুর রহমান, আব্দুস সাত্তার ও জামাল উদ্দিন। সকলেই দূর্গাপুরের ভাদুয়াপাড়া গ্রামের বাসিন্দা।
নেত্রকোণা জেলা ও জজ আদালতের পিপি সাইফুল আলম প্রদীপ জানান, জমি সংক্রন্তি বিরোধের জেরে ২০০৭ সালের ৭ই মার্চ পূর্ব পরিকল্পিত ভাবে আসামীরা সবুজ মিয়াকে ধারালো অ¯্র দিয়ে কুপিয়ে জখম করে। খবর পেয়ে স্থানীয়রা সবুজকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
পরবর্তীতে ৮ মার্চ নিহতের ভাই আনিসুর রহমান বাদী হয়ে ১৫ জনকে আসামী করে দূর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২০০৯ সালের ৩ জুন আদালতে চার্জসীট দাখিল করেন। আদালত ৭ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহন শেষে এ রায় প্রদান করেন।