তামাকজাত দ্রব্যর বিজ্ঞাপন প্রচারণা নিষিদ্ধের বিষয়ে নেত্রকোণায় পৃথক আলোচনা সভা

বিশেষ প্রতিনিধি: জাতীয় যক্ষা নিরোধ সমিতি নাটাব নেত্রকোণা জেলা কর্তৃক আয়োজিত তামাকজাত দ্রব্যর বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধ এবং পৃষ্ঠপোষকতা নিয়ন্ত্রণ সম্পর্কিত বিধান বাস্তবায়নে বৃহষ্পতিবার সকাল ১১টায় সরকারী কর্মকর্তা, সাংবাদিক,শিক্ষক,সুশিল সমাজের প্রতিনিধি ও নাটাব নেত্রকোণা জেলা কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভা এবং একই দিন বেলা ১টায় নাটাব কমিটি ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজনদের সাথে নেত্রকোণা জেলা প্রেসক্লাব ক্যান্টিনে পৃথক দুটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১ টায় আলোচনা সভায় জাতীয় যক্ষা নিরোধ সমিতি নাটাব নেত্রকোণা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ তোফাইল ইসলাম শাহীনের সভাপতিত্বে ও টোবাকোর ফিল্ড অফিসার আমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন মাহমুদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আলী হায়দার রসেল, সহকারী শিক্ষা অফিসার মোঃ মোতাহার হোসেন নেত্রকোণা জেলা প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল ও সাংবাদিক একে এম আব্দুল্লাহ, হোসনে আরা বেগম প্রমুখ ।
এ ছাড়া বেলা ১টায় অপর আলোচনা সভায় জাতীয় যক্ষা নিরোধ সমিতি নাটাব নেত্রকোণা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. তোফাইল ইসলাম শাহীনের সঞ্চালনায় ও নাটাবের সভাপতি দেব শংকর রায় দেবুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণের কেন্দ্রীয় প্রজেক্ট ম্যানেজার ফিরোজ আহমেদ,টোবাকোর ফিল্ড অফিসার আমিরুল ইসলাম,যক্ষা ও কুষ্ট নিয়ন্ত্রণ কর্মকর্ত মোঃ ফজলুর রহমান, নাটাব সদস্য শাহনাজ পারভীন প্রমুখ।
এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ বা পরিহার করতে হলে সবাইকে আরো সচেতন করতে হবে। তামাকজাত দ্রব্যর বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধ এবং পৃষ্ঠপোষকতা নিয়ন্ত্রণ সম্পর্কিত বিধান বাস্তবায়নে বেশি করে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা সহ সবাইকে সচেতন করা প্রয়োজন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।