ট্যাকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প পরিদর্শনে আসছেন শিল্পমন্ত্রী

সিলেট প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে বিসিআইসির ট্যাকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প পরিদর্শনে শনিবার আসছেন আ’লীগের প্রবীণ নেতা শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি।
বৃহস্পতিবার দুপুরে মন্ত্রীর একান্ত সচিব (অতিরিক্ত সচিব) একেএম শামসুল আরেফীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমে ওই তথ্য জানানো হয়েছে।’
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুর তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প পরিদর্শন বিকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ব্যবসায়ী, রাজনৈতিক এবং মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।’ এলাকার লোকজনের প্রত্যাশা উৎপাদন বন্ধ হয়ে পড়ে থাকা দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ব ট্যাকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প ফের চালুর ব্যাপারে মন্ত্রী সরকারের পক্ষ থেকে নেয়া উদ্যোগ বাস্তবায়নকে সামনে রেখে বক্তব্য রাখবেন। ’ প্রসঙ্গত ২০১০ সালে তাহিরপুরের কৃষক সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রী বিসিআইসির অধীনে থাকা ট্যাকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প ফের চালু করণ, সিমেন্ট ক্লিন্কার ও সিমেন্ট ফ্যাক্টরী স্থাপনে জেলাবাসীকে প্রতিশ্রুতি প্রদনি করেছিলেন। ’
এর আগে শনিবার বেলা সাড়ে ১১টায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস ও গণসংবর্ধনায় প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।