ত্রিশালে মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মাস্টার হত্যার প্রতিবাদে মানববন্ধন

দেলোয়ার হোসেন,ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মাস্টার হত্যার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। আজ সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ত্রিশাল সাইনবোর্ড এলাকায় এই মানববন্ধন করে এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা দ্রুত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে ত্রিশাল উপজেলার বিভিন্ন  সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন আবদুল মতিন মাস্টার কে হত্যার সাথে জড়িত সকলকে দ্রুত তদন্ত করে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। এ সময় বক্তারা বলেন ত্রিশালে আকিজ গ্রুপের জমি কেনা নিয়ে দ্বন্দ্বের জেরে আবদুল মতিন মাস্টার কে হত্যা করা হয়েছে।

এসময় তারা অভিযোগ করেন আকিজ গ্রুপ বিভিন্নভাবে এলাকায় চাপ প্রয়োগ করে আকিজ অর্থনৈতিক অঞ্চল এর জন্য জমি ক্রয়  করছেন। কেউ জমি বিক্রি করতে রাজি না হলে তাকে বিভিন্নভাবে বিপদে ফেলে জমি দখল করছে। এর প্রতিবাদ করে মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মাষ্টার। তাই তাকে হত্যা করা হয়েছে। গত চার জুলাই মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মাষ্টারকে জবাই করে নির্মম ভাবে হত্যা করা হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।