
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা শহরের গরু হাট্টা এলাকায় আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাস চাপায় সুদীপ সূত্রধর (১৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত সুদীপ জেলা সদরের ঠাকুরাকোণা ইউনিয়নের আসদহাটি গ্রামের মৃত বঙ্কিম সূত্র ধরের ছেলে। সুদীপের বড়ভাই পল্টু সূত্রধর জানান, নেত্রকোণা থেকে ব্যবসার কাজ শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন সুদীপ। ফেরার পথে গরুহাট্টা এলাকায় যাত্রীবাহী নৈশ কোচের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ মো. বোরহান উদ্দিন খান জানান, মরদেহ উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।