
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে পাবনায় নারী সাংবাদিক সুবর্ণা নদী হত্যার প্রতিবাদ ও দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যৌথভাবে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন ও ময়মনসিংহ টেলিভিশন জার্ণালিস্ট এসোসিয়েশন ।
আজ বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ প্রেসক্লাব সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ টেলিভিশন জার্ণালিস্ট এসোসিয়েশনের সভাপতি অমিত রায়, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা. ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। সমাবেশে বক্তারা পাবনায় নারী সাংবাদিক সুবর্ণা নদী হত্যাসহ সারাদেশে সাংবাদিক হত্যা ও নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান এবং দোষিদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।
মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।