গফরগাওয়ে গাছের সাথে বেধে স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যা

গফরগাঁও প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁওয়ে চোর সন্দেহে রিয়াদ নামে এক স্কুল ছাত্রকে গাছের সাথে বেধে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় ব্যবসায়ীরা।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার উথুরী-ঘাগড়া টাওয়ারের মোড়  এলাকায়। রিয়াদ ঘাগড়া-উথুরী-ছিপান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্র। সে উথুরী গ্রামের সৌদি প্রবাসী সাইদুর রহমান শাহীনের ছেলে।

পুলিশ জানায় বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উথুরী-ঘাগড়া টাওয়ারের মোড়ে এক মনিহারী দোকানের তালা ভাঙার চেষ্টার অভিযোগে স্কুল ছাত্র রিয়াদকে আটক করে কয়েকজন ব্যাবসায়ী। এরপর রিয়াদকে বাজারের পাশের একটি গাছের সাথে বেঁধ বেধড়ক পেটায়। মারধোরের একপর্যায়ে রিয়াদের মৃত্যু  হয়।

পুলিশ খবর পেয়ে  ঘটনাস্থলে পৌছে  রিয়াদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।