
এস,এম, সারোয়ার খোকন: নেত্রকোণার মোহনগঞ্জের আওয়ামীলীগ নেতা গণমানুষের প্রাণ প্রিয় নেতা সাবেক গণ পরিষদ সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির জনক বঙ্গবন্ধুর একান্ত সহচর, ডা. আকলাকুল হোসাইন আহমেদের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে পৌর এলাকার মরহুমের বাসবভনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে মরহুমের বড় ছেলে হাই কোর্টের বিচারপতি ওয়াবায়দুল হাসান শাহীন উপস্থিত ছিলেন।
ডা. আকলাকুল হোসাইন আহমেদ মেমোরিয়াল ট্রাষ্ট মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক শোক র্যালি বের করে। মরহুমের কবরস্থানে পুস্প স্তবক অর্পণ,দোয়া মাহফিল,তবারক বিতরণের করা হয়।
ডা. আকলাকুল হোসাইন আহমেদ ১৯২৬ সালে ১৫ অক্টোবর মোহনগঞ্জ উপজেলার সুয়াইর ইউনিয়নের ছয়াশী গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তিনি পেশায় একজন চিকিৎসক ছিলেন। তিনি ১৯৭০ সালে সালের নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বচিত হন। ১৯৭১ সালে ভারতের মেঘালয় রাজ্যের অর্ন্তগত তুরা জেলার মহেষখলা ইয়থ ক্যাম্পের ইনচার্য হিসেবে মুক্তিযুদ্ধ পরিচালনা করেন।
মরহুমের বড় ছেলে হাই কোর্টের বিচারপতি ওবায়দুল হাসান শাহীন, মেজো ছেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান ও ছোট ছেলে সাইফুল হাসান সোহেল সকলের কাছে দোয়া চেয়েছেন।