
বিশেষ প্রতিনিধি: বঙ্গবন্ধুর রাজনৈতিক সহচর, নেত্রকোণা জেলা আওয়ামীলীগের উপদেষ্টা, সাবেক এম এন এ, মুক্তিযুদ্ধের সংগঠক, পূর্বধলা আসনের সাবেক এমপি, জেলা প্রেসক্লাবের সদস্য, জেলা বারের সিনিয়র আইনজীবী এডভোকেট সাদির উদ্দিন খান (৮৭) সোমবার সকাল সাড়ে ৮টার দিকে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নাল্লিাহে——রাজেউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ৪ মেয়েসহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুর সংবাদ জেলা শহরে ছড়িয়ে পড়লে তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ও আইনজীবীরা শহীদ মিনার রোড সড়কের বাসভবনে ভীড় জমায়। তার মরদেহ বিকাল সাড়ে তিনটার দিকে ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হলে দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। বাদ আছর নেত্রকোনা জামে মসজিদে (বড় মসজিদ) জানাযা শেষে সাতপাই গোরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। তার মৃত্যুতে কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, সাবেক সংসদ সদস্য মঞ্জুর কাদের কোরাইশীসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ, জেলা বারের সভাপতি এড্ আমিরুল ইসলাম সম্পাদক এড্ শফিউল হাসান মঞ্জু, প্রেসক্লাবের সভাপতি সম্পাদকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।