
এ.এস,এম, সারোয়ার খোকন: নেত্রকোণার মোহনগঞ্জে সোমবার উপজেলা পর্যায়ে আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষন প্রকল্পের প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র প্রদান ও ভার্মিকপোস্ট উৎপাদন প্রকল্প পরিদর্শন করেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সচিব বেগম নাছিমা বেগম এনডিসি।
এ বিষয়ে বিআরডিবি প্রশিক্ষন হলে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সচিব বেগম নাছিমা বেগম এনডিসি।
ইউএনও মোঃ মেহেদী মাহমুদ আকন্দের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আখম শফিকুল হক, মহিলা বিষয়ক জেলা কর্মকর্তা ফেরদৌসী বেগম, সিরাজ উদ্দিন তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার বুলবুল প্রমুখ। এ সময় মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শওকত আলী, প্রেসক্লাব সভাপতি এস,এম, সারোয়ার খোকন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ পারভিন।