বারহাট্টায় স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণার বারহাট্টা উপজেলায় এক স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠেছে। নিহত ওই স্কুল ছাত্রের নাম পিয়াস মিয়া (১৬)। সে বারহাট্টা উপজেলার কর্ণপুর গ্রামের খোরশেদ আলীর ছেলে ও চল্লিশ কাহনীয়া হাফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। গত শনিবার গভীর রাতে এই ঘটনা ঘটে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, পিয়াস মিয়া গত শনিবার রাতে স্থানীয় ফকিরের বাজারে একটি দোকানে বসে গল্প করছিল। ওই দিন রাত নয়টার দিকে তাকে তাদের পাশের গ্রাম কান্দাপাড়ার রুবেল মিয়া তাদের বাড়িতে ডেকে নিয়ে যায়। রুবেল ওই গ্রামের ফয়জুর রহমানের ছেলে। রুবেল ও পিয়াস এক অপরের বন্ধু। ওই রাতে রুবেলের বাড়িতে তার বড় বোনের বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠান চলছিল। রাত সাড়ে ১২ টার দিকে রুবেলের বাড়ির লোকজন পিয়াসকে অজ্ঞান অবস্থায় ফকিরের বাজারে একটি পল্লি চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যায়। পরে অবস্থার উন্নতি না হলে সেখান থেকে প্রথমে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতাল থেকে রাত তিনটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পিয়াসের মৃতদেহ গতকাল রোববার ভোরে তার গ্রামের বাড়ি কর্ণপুরে এনে রাখা হয়। এ দিকে পিয়াসের মৃত্যু নিয়ে এলাকায় ধূ¤্রজাল বিরাজ করছে। নিহতের পরিবারের দাবি, ‘পিয়াসকে রুবেল ও তার পরিবারের লোকজন পরিকল্পিতভাবে হত্যা করেছে।’ আর রুবেল ও তার পরিবারের লোকজনের দাবি, ‘পিয়াস বিয়ের বাড়িতে রাখা জেনারেটরের তারে জড়িয়ে আহত হয়ে মৃত্যু গেছে।’ তবে এ ঘটনার পর গতকাল রোববার সকাল নয়টার দিকে খবর পেয়ে পুলিশ এলাকায় গেলে রুবেলদের পরিবারের অনেকেই গা ঢাকা দেয়। এ সময় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য রুবেলের দুই বোনকে আটক করে থানায় নিয়ে আসে। ওই দিন বেলা একটার দিকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার এসএম আশরাফুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।
পিয়াসের চাচা ফজলু মিয়া সাংবাদিকদের বলেন, ‘গত শনিবার রাতে রুবেল মিয়া পিয়াসকে তাদের বাড়িতে বোনের গায়ে হলুদের অনুষ্ঠানে ডেকে নিয়ে যায়। পরে রাত একটার দিকে লোক মাধ্যমে আমরা জানতে পারি পিয়াসকে ফকিরের বাজারে অচেতন অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে। তাঁর দাবি, পিয়াসকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। জেনারেটরের তারে মৃত্যু হতে পারে না। আর তা না হলে ঘটনার পর রুবেল তার ভাই নজরুল,জুয়েলসহ পরিবারের লোকজন বাড়ি ছেড়ে কেন আত্মগোপন করবে?’
রুবেলের এক চাচাতো ভাইয়ের স্ত্রী নিপা আক্তার ও বোনের জামাই মজিবুর রহমান জানান, ‘পিয়াস জেনারেটরের তারে জড়িয়ে দুর্ঘটনার শিকার হলে তার মৃত্যু হয়।’
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ্ উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে বলেন, ‘ময়নাতদন্তের পর মৃত্যুর রহস্য উদঘাটন করা সম্ভব হবে। এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ঘটনায় এখনো মামলা হয়নি।’

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।