
মদন প্রতিনিধি : নেত্রকোণার মদন উপজেলার শিবপাশা গ্রামে শনিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে উভয় পক্ষে অন্তত নারীসহ ৮ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। গুরুতর আহতদের মধ্যে আবেদমিয়া,আমিনূূল,মামুন, ও হাইয়ুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহত তাসমিন আক্তারকে মদন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকী আহতরা পল্লী ডাক্তারের চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, উপজেলার শিবপাশা গ্রামের ইনছান মিয়ার গরুর চেনা পাশের রতনের বাড়িতে গড়িয়ে পড়লে এ নিয়ে দু’জনের মধ্যে কথাকাটাকাটি হয়। এরই এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ওসি মোঃ রমিজুল হক বলেন,সংঘর্ষের খবর পেয়ে আহত রোগীদের হাসপাতালে দেখে এসেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।