কলমাকান্দায় নিখোঁজের একমাস পর স্কুলছাত্রী উদ্ধার

কলমাকান্দা প্রতিনিধি: নেত্রকোণার কলমাকান্দা উপজেলার রংছাতী ইউনিয়নের বড়কান্দা গ্রামের ৫ম শ্রেণির এক স্কুলছাত্রী নিখোঁজের এক মাস পর শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহের নান্দাইল থেকে উদ্ধার করেছে কলমাকান্দা থানা পুলিশ। শনিবার পুলিশ স্কুলছাত্রীর ডাক্তারী পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে। অপহরণের অভিযোগ উঠেছে ভগ্নিপতির বিরুদ্ধে।
অভিযোগে জানা গেছে, উপজেলার বড়কান্দা গ্রামের ওই স্কুলছাত্রীকে প্রলোভন দেখিয়ে তারই ভগ্নিপতি ময়মনসিংহের আঠারবাড়ি উপজেলার রংপুর বাঁশাটী গ্রামের আরমুজ আলীর ছেলে আব্দুল্লাহ গত ২৩ জুলাই অপহরণ করে। বিভিন্ন স্থানে রেখে তাকে ধর্ষণ করে। শিশুটির পরিবার তাকে বিভিন্ন জায়গায় খোঁজেও পায়নি। এ ব্যাপারে স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে গত ১২ আগস্ট আব্দুল্লাহসহ তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কলমাকান্দা থানায় মামলা করেন। গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দা থানা পুলিশ স্কুলছাত্রীকে শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহের নান্দাইল বাসস্ট্যান্ড থেকে উদ্ধার করে। তবে মামলার কোন আসামিকে গ্রেফতার করতে পারিনি পুলিশ।
কলমাকান্দা থানার এসআই আবদুল আজিজ সিদ্দিকি জানান, ভগ্নিপতির বিরুদ্ধে শিশুটিকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ডাক্তারী পরীক্ষার জন্য শিশুটিকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।