প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ৮ম শ্রেনীর ছাত্রীকে ছুরিকাঘাত

 ময়মনসিংহ অফিস: প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ময়মনসিংহ শহরের বাঘমারা এলাকায় এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে স্থানীয় এক বখাটে। ওই (১৪) শিক্ষার্থী এখন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ২০ নং ওয়ার্ডে জ্ঞানহীন অবস্থায় রয়েছে। ঘটনার সময় বখাটে সাজ্জাদ (২০) ওই শিক্ষার্থীর ছোট ভাইকেও পিটিয়ে জখম করেছে। দুইজনই ময়মনসিংহ শহরের মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী। এঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। এব্যাপারে মামলা দায়েরে প্রস্তুতি চলছে। ওই শিক্ষার্থীর পিতা  ও স্বজনরা রাতে অভিযোগ করেন, বাঘমারা এলাকার বাসিন্দা ইউসুফ মিয়ার বখাটে পুত্র সাজ্জাদ দীর্ঘ ধরে আমার মেয়ে উত্যক্ত করে আসছে। একাধিকবার তাকে শাসন করার পরও সে শোনেনি। রোববার দুপুরে ওই শিক্ষার্থী প্রাইভেট শেষ করে বাড়ী ফেরার পথে বাসার গলির সামনে আগে থেকেই উৎ পেতে থাকা বখাটে সাজ্জাদ তার পথরোধ করে ওড়না ধরে টান দেয়। এসময় ওই শিক্ষার্থীর সাথে থাকা ছোট ভাই  বাঁধা দিলে তাকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে ওই শিক্ষার্থীর বাবা বখাটে সাজ্জাদের পিতার কাছে বিষয়টি নিয়ে অভিযোগ করে| ফেরার পথে সাজ্জাদ দুই হাতে দুটি ছুরি নিয়ে পিছন দিকে ওই শিক্ষার্থীরকে ছুরিকাঘাত করে দৌঁড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ও পরিবারের লোকজন ওই শিক্ষার্থীরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাকে কয়েক ব্যাগ রক্ত দেয়া হয়েছে বলেও জানান শিক্ষার্থীর বাবা। সিনথির সফল অস্ত্রপাচার শেষে বর্তমানে ২০নং ওয়ার্ডে জ্ঞানহীন অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের সার্জারি ইউনিট-২ এর সহকারি অধ্যাপক ডা. মনির হোসেন ভূইয়া। কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী ওই শিক্ষার্থীরকে ছুরিকাঘাত করার খবর শুনেছি এবং ঘটনাস্থল পরিদর্শণ করে হাসপাতালে খোজ খবর নেয়া হচ্ছে। ঘটনা তদন্তে কাজ চলছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।