দুর্গাপুরে আদিবাসী দিবস সমাপ্ত

দুর্গাপুর প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে জন সংগঠন, সংলাপ ফোরাম ও এম এল ই এর আয়োজনে, পপি সিডস এর বাস্তবায়নে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠান শেষ হয়েছে।

আদিবাসী জাতি সমুহের দেশান্তর, প্রতিরোধের সংগ্রাম এই প্রতিপাদ্যে শনিবার বিকেলে কুল্লাগড়া ইউনিয়নের আড়াপাড়া গীর্জা প্রাঙ্গনে স্ট্রম ফাউন্ডেশন ও হেইভার্ডেন বাংলাদেশ এর সহযোগীতায় এ দিবস উদযাপন করা হয়। এ বিষয়ে নানা আয়োজনের মধ্যে মি. সাইলন রেমা এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, পপি সিড্স প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার ফরিদুর আলম, প্রোগ্রাম অফিসার টিতুমির ¤্রং, হাজং সুমন রায়, পল্টন হাজং, হরিদাস হাজং, আজহারুল ইসলাম, কৃতি হাজং প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশে আবহমানকাল হতে নানা জাতি, কৃষ্টি ও সংস্কৃতির লোক বসবাস করায় আমাদের ইতিহাসের এতো সমৃদ্ধ। তাই আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি প্রদান করে, ভাষা, সংস্কৃতি ও ভুমি রক্ষা সহ তাদের জীবনমান নিশ্চিত করতে হবে। তাদের সামনের দিকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি সকল প্রতিষ্ঠানকে যতœবান হওয়ার আহবান জানানো হয়। আলোচনা শেষে আদিবাসী শিল্পীগোষ্ঠী তাঁদের সংস্কৃতি ও কৃষ্টি তুলে ধরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।