নেত্রকোণার শ্রেষ্ঠ সার্কেল অফিসার শাহ্ সিবলী সাদিক

দুর্গাপুর প্রতিনিধি : নেত্রকোণা জেলার দুর্গাপুর পুলিশ সুপার কার্যালয়ের শ্রেষ্ঠ পুলিশ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন সিনিয়র এএসপি শাহ্ সিবলী সাদিক।

এএসপি শাহ্ সিবলী সাদিক বৃহস্পতিবার রাতে দুর্গাপুর‘র সাংবাদিকদের জানান, জেলা পুলিশ কনফারেন্স মিলনায়তনে সার্বিক অপরাধ পর্যালোচনা সভা ২০১৮ তে আইন শৃংখলা পরিস্থিতি উন্নয়ন, মাদক দ্রব্য উদ্ধারে সেরা পারফরমেন্স ও কমিউনিটি পুলিশিং এ বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ সার্কেল এএসপি হিসেবে এ পদক প্রদান করা হয়। এ সময় পুরুস্কার তুলে দেন নেত্রকোনা জেলা পুলিশ সুপার মি. জয়দেব চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এবং অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সহ অন্যান্য জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা বৃন্দ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।