নেত্রকোণায় সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে যানবাহন চালকদের প্রশিক্ষণ

বিশেষ প্রতিনিধি: সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে যানবাহন চালকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার নেত্রকোণা পুলিশ লাইন ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়।
নেত্রকোণা জেলা পুলিশ ও ট্রাফিক পুলিশ আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী। প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে অন্যান্যের মধ্যে আলোচনা করেন, অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান মিয়া, নেত্রকোণা জেলা প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, বিআরটিএর পরিদর্শক লিটন বিশ^াস, পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি বজলুর রহমান এবং সাধারন সম্পাদক আদব আলী। প্রশিক্ষনে ৫০ জন চালক অংশ গ্রহণ করেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।