
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণার সিআইডি পুলিশ বুধবার রাতে ঢাকার রামপুরা এলাকা থেকে ভূয়া এমডি প্রতারক শহিদুল ইসলামকে (৩৮) গ্রেফতার করেছে।
সিআইডি’র এস আই প্রীতেশ তালুকদার বৃহষ্পতিবার বিকেলে জানান, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ীর মোহাম্মদ আলীর পুত্র শহিদুল ইসলাম ঢাকার গুলশান-১ এ বিলাশ বহুল অফিস ভাড়া নিয়ে পপুলার ম্যানেজমেন্ট ডেভলাপমেন্ট কোম্পনী,পপুলার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড, কনফিডেন্স ডেভলাপমেন্ট কোম্পানী লিমিটেড ও সানড্রিম কমার্স লিমিটেডের এমডি পরিচয়ে ক্ষুদ্র ও মাঝারী ব্যবসায়ীদের মোটা অংকের ঋণ দেয়ার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে সঞ্চয় বাবদ কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে আত্মসাৎ করে।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ প্রতারিত গ্রাহক নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার কাশিপুর গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র বিল্লাল মিয়া কেন্দুয়া থানায় একটি প্রতারণা মামলা দায়ের করে। মামলার তদন্তভার দেয়া হয় নেত্রকোণার সিআইডিকে। মামলার তদন্তকালে গ্রাহকদের সাথে প্রতারণা ও ব্যাংক লেনদেন সংক্রান্ত কাগজপত্র পর্যালোচনা করে অভিযোগের সত্যতা পাওয়ায় সিআইডি পুলিশ গত বুধবার রাতে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে তার অবস্থান সনাক্ত করার পর ঢাকার রামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।