
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা-দূর্গাপুর বিরিশিরি সড়কের ঢেউডোকুনস্থ কংশ নদীর উপর ফেরী চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
নেত্রকোণা -১ (দূর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ছবি বিশ্বাস বৃহস্পতিবার দুপুরে ফিতা কেটে ফেরী চলাচলের উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে নেত্রকোণা সড়ক ও জনপথ বিভাগ ঢেউডোকুন ফেরীঘাটে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।
কাকৈরগড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাচ্চু তালুকদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ মানিক মিয়ার পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা -১ (দূর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ছবি বিশ্বাস। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নেত্রকোণা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম তরফদার, দূর্গাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আলাউদ্দিন, দূর্গাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক খান, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম শফিক প্রমূখ।