নেত্রকোণায় নিরাপদ সড়ক বিষয়ক সচেতনতামূলক র‌্যালি

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং নিরাপদ সড়ক বিষয়ক সচেতনতামূলক র‌্যালি বৃহস্পতিবার শহরে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন আয়োজিত নেত্রকোণা মোক্তারপাড়ার মাঠ থেকে সকাল ১০ টায় র‌্যালি শুরু হয় এবং শহরের সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার সড়কে গিয়ে শেষ হয়।পরে সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ খালিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিষয়বস্তুর উপর বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান মিয়া, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত রায়, সহকারি জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন, নেত্রকোণা জেলা প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল ও জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু। র‌্যালিতে রেড ক্রিসেন্ট সদস্য, স্কুল কলেজের রভার্স স্কাউট, গার্লস গাইড, পুলিশও শিক্ষার্থীরা অংশ নেয়।
বক্তরা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সহ সড়ককে নিরাপদ রাখতে সবার প্রতি আহ্বান জানান। এসময় কয়েকটি স্কুলের শিক্ষার্থী সহ রেড ক্রিসেন্টের সদস্যরা অংশ গ্রহণ করে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।