বারহাট্টায় জাতীয় শোক দিবস পালিত

বারহাট্টা প্রতিনিধি: নেত্রকোণার বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস বুধবার পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সামাজিক সংগঠন নানা কর্মসূচীর আয়োজন করে। কর্মসূচীর মধ্যে ছিল জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, কালো ব্যাজ ধারণ, শোক র‌্যালি ও আলোচনা সভা। র‌্যালি শেষে মাল্টিপারপাস কাম অডিটরিয়াম হলরুমে ইউএনও ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমান, সহ-সভাপতি আব্দুর রেজ্জাক, সাধারণ সম্পাদক কাজী আব্দুল ওয়াহেদ, সাংগঠনিক সম্পাদক দ্বীপক কুমার সাহা সেন্টু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আব্দুল কাদের প্রমুখ। এ ছাড়া বিভিন্ন স্কুল- কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।