নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

বিশেষ প্রতিনিধি: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষ্যে নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মঈন উল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, উপ-সচিব ও একান্ত সচিব, মোঃ মাহবুব হাসান শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এস এম আশরাফুল আলম, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা শামীম খান টিটু, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুর খান মিঠু। এর আগে অতিথিগণ পানি উন্নয়ন বোর্ড চত্ত্বরে গাছের চারা রোপন করেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।