নেত্রকোণায় জাতীয় শোক দিবস পালিত

বিশেষ প্রতিনিধি: জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে বুধবার নেত্রকোণায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
জেলা শহরের মুক্তমঞ্চে সকালে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে দিনের কর্মসূচির সূচনা করেন। পরে জেলা প্রশাসক মঈনউল ইসলামের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার জয়দেব চৌধুরীর নেতৃত্বে পুলিশ প্রশাসন, শেখ হাসিনা পাবলিক বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে ডক্টর মো.রফিকউল্লাহ খান, জেলা আওয়ামী লীগ সভাপতি মতিয়র রহমান খান ও সম্পাদক ও সাবেক এমপি আশরাফ আলী খান খসরুর নেতৃত্বে আওয়ামী লীগ, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত রায়ের নেতৃত্বে জেলা পরিষদ, পৌর মেয়র নজরুল ইসলাম খানের নেতৃত্বে পৌরসভা ছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ, জেলা স্বাস্থ্য বিভাগ, রেড ক্রিসেন্ট, নেত্রকোণা জেলা প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।
বেলা সাড়ে ১০ টায় নেত্রকোণা পাবলিক হলে জেলা প্রশাসক মঈনউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন- যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি, শেখ হাসিনা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর আরিফ উল্লাহ খান, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, নেত্রকোণা পৌর সভার মেয়র নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আশরাফ আলী খান খসরু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নূরুল আমিন প্রমুখ।
এ ছাড়া জেলার আটপাড়া, বারহাট্টা, কলমাকান্দা, দুর্গাপুরসহ বিভিন্ন উপজেলায় শোক দিবস পালিত হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।