সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে নেত্রকোণায় সাংবাদিকদের মানববন্ধন

বিশেষ প্রতিনিধি : ঢাকা সহ সারাদেশে সাংবাদিকদের উপর পেশাগত দায়িত্ব পালন কালে সন্ত্রাসী হামলা চালানোর প্রতিবাদে এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সোমবার নেত্রকোণায় মানববন্ধন কর্মসূচী পালন করেছে সাংবাদিকরা।
রুর‌্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আর জে এফ) নেত্রকোণা জেলা শাখা প্রেসক্লাবের সামনে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার আনিছুর রহমান, প্রেসক্লাবের সম্পাদক শ্যামলেন্দু পাল, নেত্রকোণা সাহিত্য সমাজের সভাপতি অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সম্পাদক ম কিবরিয়া চৌধুরী হেলিম, সাংবাদিক এ কে এম আব্দুল্লাহ্, রুর‌্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন নেত্রকোণার সভাপতি দিলওয়ার খান, সাধারণ সম্পাদক সুজাদুল ইসলাম ফারাস, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ভজন দাস, সাংবাদিক আলতাবুর রহমান কাসেম, নেত্রকোণা সাংবাদিক সমিতির সম্পাদক নাজমুশ শাহাদাৎ নাজু, সাংবাদিক এ কে এম এরশাদুল হক জনি প্রমূখ।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে সাংবাদিকদের উপর হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।