
ত্রিশাল প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে নিরাপদ সড়ক চাই বিষয়ক মতবিনিময় সভা ও ট্রাফিক আইন সম্পর্কে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে পৌর মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোফাজ্জল হোসেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল জাকিরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার নূর মোহাম্মদ, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব,যমুনা টিভির ব্যুরো চীফ হোসাইন শাহিদ,ত্রিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমান,উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা জহিরুল হক প্রমূখ।
উপস্থিত শিক্ষকদের নিরাপদ সড়ক ও ট্রাফিক আইন সম্পর্কে প্রশিক্ষণ দেন ত্রিশাল থানা পুলিশের এসআই দেবাশীষ সাহা।