গুরুদাসপুরে বাস-কভার্ড ভ্যানের সংঘর্ষে বাস চালক নিহত

নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাস ও কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাসের চালক আজাদ হোসেন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো অন্তত ১৫ জন। আহতদের নাটোর সদর হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নিহত আজাদ হোসেন কুষ্টিয়ার বাসিন্দা বলে জানা গেছে। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে বনপাড়া-হাটিকমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাাজার অদূরে এই দূর্ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম শামসুন নুর ও নাটোর ফায়ার সার্ভিসের ইনচার্জ মোহাম্মদ মহাউদ্দিন সহ এলাকাবাসী জানান, ঢাকা থেকে কুষ্টিয়াগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাস নাটোরের বনপাড়া-হাটিকমরুল মহাসড়কের কাছিকাটা টোল প্লাজা এলাকায় প্ৗেছালে বিপরউত দিক থেকে আসা একটি কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ১৬ জন আহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে। আহতদের মধ্যে শ্যামলী পরিবহনের চালক আজাদ হোসেন গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।