ময়মনসিংহে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে সাংবাদিক ইউনিয়ন সমাবেশ

ময়মনসিংহ অফিস: সাংবাদিকদের উপর হামলা ও গণমাধ্যমের ওপর বিধিনিষেধের প্রতিবাদে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে ময়মনসিংহে ঘন্টাব্যাপি বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসুচী পালন করেছে সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ-জেইউএম।

রোববার বিকেলে ময়মনসিংহ সিটি প্রেসক্লাবের সামনে আয়োজিত কর্মসুচীতে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম আইয়ুব আলী, সহ-সভাপতি সুপ্রিয় ধর বাচ্চু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম-সম্পাদক আমানউল্লাহ আকন্দ জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক মতিউল আলম, কোষাধ্যক্ষ নজীব আশরাফ, নির্বাহী সদস্য মোখলেছুর রহমান সবুজ, দি ডেইলী ট্র্যাইব্যুনালের ব্যূারো চীফ কামরুল হাসান, জেলা প্রতিনিধি মাসুদ রানা, ময়মনসিংহ প্রতিদিনডটকম’র ফটো সাংবাদিক হাসনাতুল ইসলাম মিল্লাত, আজকের খবরের ফটো সাংবাদিক ফকরুল আকন্দ, ময়মনসিংহপ্রতিদিনডটকম’র নির্বাহী সম্পাদক রাসেল হোসেন, সাংবাদিক আব্দুল্লাহ হিল কাফি, দৈনিক নয়া দিগন্তের সাজ্জাতুল ইসলাম সাজ্জাত, দৈনিক ভোরের অপেক্ষার স্টাফ রিপোর্টার আব্দুল কাইয়ুম, সাংবাদিক জয়নাল আবেদিন ও সাংবাদিক মোখলেছুর রহমান প্রমুখ।

বক্তারা অবিলম্বে হামলাকারিদের গ্রেফতার করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি দাবি জানান।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।