
বিশেষ প্রতিনিধি:“জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর আদর্শে এক সুখি ও সমৃদ্ধশালী দেশে পরিণত হচ্ছে। এই উন্নয়ন ধারা অব্যাহত রাখতে হলে আগামী একাদশ সংসদ নির্বাচনে আবারও নৌকাকে বিজয়ী করতে হবে।” নেত্রকোণারও ব্যাপক উন্নয়ন হয়েছে উল্লেখ করে রোববার বিকালে নেত্রকোণার মগড়া নদীর উপর নির্মিত ব্রীজের উপর দিয়ে যাতায়াত ও যানবাহন চলাচল উন্মুক্তকরণ অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি বলেন, গত সোয়া চার বছরে নেত্রকোণার যা উন্নয়ন হয়েছে গত তেতাল্লিশ বছরেও তা হয়নি। তিনি আরো বলেন, সকল বিভেদ ভুলে শেখ হাসিরার নির্দেশে নৌকাকে বিজয়ী করতে কাজ করুন। নয়তো খেলার মাঠের মতো রাজনীতির মাঠেও লালকার্ড আছে, মাঠ থেকে আউট হয়ে যাবেন।
“শোক হোক শক্তি, জাতীয় শোক দিবসের অঙ্গীকার” এই শ্লোগানকে সামনে রেখে নেত্রকোণার মগড়া নদীর উপর নির্মিত ব্রীজের উপর দিয়ে যাতায়াত ও যানবাহন চলাচল উন্মুক্তকরণ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে নেত্রকোণার মোক্তারপাড়ায় মগড়া ব্রীজে যানবাহন চলাচল উন্মুক্তকরণ এর আগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূর খান মিঠু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম কাদের শাজাহানসহ, আওয়ামীলীগ যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগের নেতৃবৃন্দসহ সাংবাদিক ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।