
দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুরে নেত্রকোণা-১ আসন থেকে তিনবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদার হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে।
জালাল উদ্দিন তালুকদার হত্যার প্রতিবাদ পরিষদ আয়োজিত রোববার দুপুরে বিক্ষোভ মিছিল ও ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে উপজেলা পরিষদ চত্তরে প্রতিবাদ সভায় জালাল উদ্দিন তালুকদারের হত্যার সুষ্ঠ বিচার দাবী করে বক্তব্য রাখেন, মরহুমের ছেলে শাহ্ কুতুব উদ্দিন তালুকদার রুয়েল, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, আওয়ামীলীগ নেতা অধ্যাপক লিয়াকত আলী, চাঁন মিয়া মেম্বার, মোঃ আব্বাস উদ্দিন, রফিজ উদ্দিন বেগ, ডা. আমীর আলী, যুবলীগ নেতা শফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা অবিলম্বে তিনবারের নির্বাচিত সংসদ সদস্য, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদার হত্যার সঠিক রহস্য উদঘাটনসহ সুষ্ঠ বিচার দাবী করেন। উল্লেখ্য: মরহুম জালাল উদ্দিন তালুকদারকে গত ২৫ সেপ্টেম্বর ২০১২ সালে নিজ শয়ন কক্ষে গুলি করে হত্যা করা হয়।