সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ: সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদ ও দোষিদেও গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহে  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন ও ময়মনসিংহ টেলিভিশন জার্ণালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ শাখার সভাপতি আতাউল করিম খোকন, সাধারন সম্পাদক মীর গোলাম মোস্তুফা, ময়মনসিংহ টেলিভিশন জার্ণালিস্ট এসোসিয়েশনের সভাপতি বাবু অমিত রায়, সাধারণ সম্পাদক আবু সালেহ মো.মূসাসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। নিরাপদ সড়ক চাই শিক্ষার্থীদের আন্দোলনে সাংবাদিকদের উপর হামলাকারী চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।