মোহনগঞ্জে কৃষকের মাঝে বিনামূল্যে গো-খাদ্য বিতরণ

এস,এম, সারোয়ার খোকন: নেত্রকোণার মোহনগঞ্জে বৃহস্পতিবার জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহায়তায় বন্যায় ক্ষতিগ্রস্থ দরিদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে গোখাদ্য বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ অফিস প্রাঙ্গনে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন পৌর মেয়র অ্যাডভোকেট লতিফুর রহমান রতন ও ইউএনও মেহেদী মাহমুদ আকন্দ। বিতরণকালে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোঃ হযরত আলী, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুল হান্নান রতন, ভেটেরিনারি সার্জন ডা. ভাস্কর চন্দ্র তালুকদার, প্রেসক্লাবের সভাপতি এস,এম, সারোয়ার খোকন প্রমুখ।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, পৌরসভাসহ ৭টি ইউনিয়নের ১’শ ২৬জন সুবিধাভোগী কৃষকের প্রত্যেককে ২৫ কেজি ওজনের ৩ প্যাকেট উন্নতমানের পুস্টি সমৃদ্ধ গোখাদ্য ও ১২টি কৃমি নাশক টেবলেট প্রদান করা হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।