
বারহাট্টা প্রতিনিধি: নেত্রকোণার বারহাট্টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১৬টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে জেলা প্রশাসক মঈনউল ইসলাম এসকল বাইসাইকেল বিতরণ করেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মানিক আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহ আব্দুল কাদের, বিজিবির (অব.) ডিএডি বীরমুক্তিযোদ্ধা নূর উদ্দিন, বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন আহমেদ প্রমুখ।