
নাটোর প্রতিনিধি: আদিবাসী জাতিসমূহের দেশান্তর: প্রতিরোধের সংগ্রাম এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে বর্ণাঢ্য শোভাযাত্রা, মানববন্ধনের মধ্যে দিয়ে পালিত হয়েছে আর্র্ন্তজাতিক আদিবাসী দিবস। বৃহস্পতিবার দুপুরে জাতীয় আদিবাসী পরিষদ জেলা শাখার আয়োজনে স্থানীয় প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে তারা অধিগ্রহণের নামে আদিবাসীদের উচ্ছেদ, জবর দখল, নির্যাতন সহ বেশি কিছু দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করে।