
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণায় মোবাইল পরিবেশকদের কমিটি গঠন করা হয়েছে। এতে মাইফোনের ডিলার শামীম আহমেদকে সভাপতি ও সিম্পনী ডিলার জহিরুল কবীর শাহিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এছাড়াও কমিটিতে এসএম নকিয়া সত্ত্বাধিকারী মাহীন আহমেদকে সাংগঠনিক সম্পাদক, নূর টেলিমকমের নুরুল আলমকে দপ্তর সম্পাদক, মোবাইল মিডিয়া-২ আব্দুস ছালামকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, লাভা টেলিকমের আশরাফকে সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।