
মোঃ তোফাইল ইসলাম শাহীন: নেত্রকোণা জেলা পরিষদ কর্তক আয়োজিত বেকার যুবক ও যুব মহিলাদের দুই মাস ব্যাপী তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ কোর্সের ১৫তম ব্যাচের সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠান বুধবার জেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বাবর আলী মীর প্রমুখ। এ সময় জেলা পরিষদের সর্বস্তরের কর্মকর্তা/ কর্মচারী গণও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ কোর্সের ১৫তম সমাপনী ব্যাচের ৫২ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র বিতরণ করা হয়।