
কেন্দুয়া প্রতিনিধি: জাতীয় শোক দিবস ১৫ আগস্টকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের গৌরবময় ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ‘বঙ্গবন্ধু ফটো গ্যালারি’র উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় কেন্দুয়া পৌর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ ফটো গ্যালারি উদ্বোধন করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, মুক্তিযোদ্ধা ও লেখক মো. নূরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু ফটো গ্যালারি’র উদ্যোগক্তা বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপ কমিটির সদস্য, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এবং নেত্রকোনা-৩ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী সামসুল কবীর খানের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহম্মেদের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল্লাহ আল বাকী প্রমুখ। এ সময় উপজেলা আওয়ামী লীগ,বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিপুলসংখ্যক নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।