
এস,এম, সারোয়ার খোকন: নেত্রকোণার মোহনগঞ্জে সোমবার মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, যৌতুক ও এসিড নিক্ষেপ বিষয়ক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা হল রুমে সরকারের স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী (জাইকার) আর্থিক সহায়তায় উপজেলা পরিষদ আয়োজিত প্রশিক্ষন কর্মসূচী উদ্বোধন করেন ইউএনও মোঃ মেহেদী মাহমুদ আকন্দ। স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটর মোহাম্মদ আব্দুল জলিল । বিষয় ভিত্তিক বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল ইসলাম, এসি ল্যান্ড রেজাউল করীম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শফিউল ইসলাম প্রমুখ। প্রশিক্ষনে স্থানীয় ১১জন সাংবাদিক, মসজিদের ইমাম, স্কুল শিক্ষক, জনপ্রতিনিধিসহ মোট ৩০জন প্রশিক্ষনে অংশ গ্রহন করেন।